রবিবার, জানুয়ারী ৩০, ২০১১

ওয়্যারলেস রাউটার ছাড়াই এড হক নেটওয়ার্ক কনফিগার করা

ওয়্যারলেস রাউটার ছাড়াই এড হক নেটওয়ার্ক কনফিগার করা


ওয়্যারলেস রাউটার ছাড়াই খুব সহজে একাধিক কম্পিউটারের মাঝে ওয়্যারলেস নেটওয়ার্ক করা যায়।
Diagram showing a traditional wireless network
Ad hoc wireless networks অনেকটা walkie-talkie’র মতো কাজ করে,কারন কম্পিউটারগুলো একে অপরের সাথে সরাসরি যেগাযেগ করে ।ইন্টারনেট কানেকশন শেয়ারিংয়ের মাধ্যমে এক কম্পিউটারের ইন্টারনেট অন্য কম্পিউটারের ব্যবহার করা যায়।
Diagram showing an ad hoc wireless network
ওয়্যারলেস এড হক নেটওয়ার্ক সেটআপ করার জন্য যা করতে হবে
১. প্রয়োজনে নেটওয়ার্ক এডাপটারটির ড্রাইভার সফটওয়্যার সেটআপ করে নিতে হবে
২. Start, থেকে Control Panel . Start menu with
৩. Network and Internet Connections এ যেতে হবে. Control Panel with Network and Internet Connections selected
৪. . Or pick a Control Panel icon page with Network Connections  selected
৫. wireless network connection এর Properties এ যেতে হবে. Wireless Network Connection options menu with pointer on  Properties
৬. Wireless Network Connection Properties এ ডায়ালগ বক্স থেকে Wireless Networks ট্যাবে সিলেক্ট করুন। Wireless Networks tab in Wireless Network Connection Properties  dialog box
৭. Wireless Networks ট্যাবের, Preferred networks, এর এড বাটনে ক্লিক করুন . Wireless Networks tab in Wireless Network Connection Properties  dialog box with pointer on Add button
৮. Wireless network properties এর ডায়ালগ বক্সের Association ট্যাব এ এড হক নেটওয়ার্কের নাম লিখতে হবে। যেমন-HomeNetwork.
৯. The key is provided for me automatically চেক বক্সটি নির্বাচিত না করে This is a computer-to-computer (ad hoc) network চেক বক্সটি নির্বাচিত করুন।
১০. ১৩ ডিজিটের একটি Network key বানিয়ে নিন এবং আরেকবার দিয়ে কনফার্ম করে নিন Association tab in Wireless network properties dialog box
১১. OK তে ক্লিক করে সেভ করুন। Wireless Networks tab in Wireless Network Connection Properties  dialog box

অন্যান্য কম্পিউটারগুলো সেটআপ করা

Windows XP সয়ংক্রিয়ভাবে পাসে অন্য কম্পিউটারের ওয়্যারলেস ডিভাইজ খুজে পাবে।
Wireless networks detected notification

অন্য কম্পিউটারগুলোতে একই নেটওয়ার্ক বসালেই ওয়্যালেস নেটওয়ার্ক চালু হবে।
১. Wireless Network icon shortcut menu with View Available Wireless  Networks selected
২. Wireless Network Connection window Choose a wireless network page,  with pointer on Connect
৩. Wireless Network Connection window, Network key prompt, with  pointer on Connect

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন