রবিবার, জানুয়ারী ৩০, ২০১১

ক্যাপ ডিজাইন:

যারা টিউটোরিয়াল বিডির নিয়মিত পাঠক তাদের মনে হয় জানা আছে আমি কিছুদিন আগে একটা টিউটোরিয়াল লিখেছিলাম। টিউটোরিয়ালটা ছিল ফটোশপে একটা সাধারণ ঘড়ি, টিউটোরিয়াল এর একটা মন্তব্যে মাহবুব ভাই বলেন এই রকম কাজের জন্য নাকি তিনি ইলাস্ট্রেটর ব্যাবহার করতেন। ফটোশপের এই ডিজাইন তার ভালো লাগে। মন্তব্য পেয়ে আমারও ভীষণ ভালো লাগে। তাই আমার এই প্রজেক্ট তাকে উদ্দেশ্য করে আমি নিশ্চিত এই ধরণের কাজের জন্যও উনি কোন দিন ফটোশপের কাছে আসতেন না সরাসরি  ইলাস্ট্রেটরের কাছে যেতেন। তা যাই হোক, আমরা কাজে নেমে পড়ি।


১. নিচের মত সেটিং নিয়ে একটা ডকুমেন্ট নিন।
২. এবার নিচের মত একটা বৃত্ত আঁকুন।
৩. Layer>Layer Style>Drop Shadow যান এবং নিচের মত সেটিং করুন।
৪. Inner Shadow যান এবং নিচের মত করে সেটিং করুণ।
৫. Gradient Overlay যান এবং নিচের মত করে সেটিং করুন।
৬. এবার এটার একটা ডুবলিকেট লেয়ার তৈরি করুন এবং এই ডুবলিকেট লেয়ারটা ড্রাগ করে নিচে নামিয়ে নিন। এইখানে শুধু Gradient Overlay গিয়ে Angle 0° থেকে 90° করে দিন।
৭. এবার এর নিচের দিকে কালো রং এর আর একটা ছোট্ট বৃত্ত আঁকুন। {চিত্র লক্ষ্য করুণ}
৮. এবার Layer>Layer Style>Inner Shadow যান এবং সেটিং গুলো নিচের মত করে করুণ।
৯. Outer Glow যান এবং সেটিং গুলো নিচের মত করে করুণ।
১০. Gradient Overlay যান এবং সেটিং নিচের মত।
ব্যাস হয়ে গেল আপনার ক্যাপ।

বডি ডিজাইন:

১১. এবার নিচের মত একটা চতুর ভুজ আঁকুন। এর Radius দিন 70px।
১২. এবার Ctrl+T চেপে ধরে নিচের দিগটা একটু চাপিয়ে দিন। নিচের চিত্র লক্ষ্য করতে পারেন।
১৩. Eadit>Transform>Warp যান এবং এর মাথার দিগটা লম্বা করে দিন।
১৪. Inner Shadow যান এবং সেটিং নিচের মত করে করুণ।
১৫. Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুণ।
১৬. এবার এই বডি লেয়ার ড্রাগ করে নিচে নামিয়ে নিন।
ফিতা তৈরি:
১৭. নিচের মত একটা একটা চতুর্ভুজ আঁকুন।
১৮. এবার Ctrl+T চেপে ধরে নিচের দিগটা একটু চাপিয়ে দিন এবং Eadit>Transform>Warp গিয়ে এর মাথার দিগটা লম্বা করে দিন।
১৯. Layer>Layer Style>Drup Shadow যান এবং সেটিং নিচের মত করে করুণ।
২০. Inner Shadow এবং সেটিং নিচের মত করে করুণ।
২১. Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুণ।
২২. এবার পছন্দ মত একটা Shape যোগ করে দিন এবং এর সেটিং টুপির ক্যাপের ফুটোটার মত করে করুণ।

লাঠি তৈরি:

২৩. এবার একটা লাঠি তৈরি করে দিন। এটার কালো অংশটা হবে মূল বডি সেটিং এর মত এবং উপরের দুই অংশের সেটিং হবে ফিতার মত।
ব্যাস হয়ে গেছে আপনার কাজ। ফটোশপের সোর্চ অর্থাৎ .psd ফাইলটা এখন থেকে নামিয়ে নিন। আমি আজ দেশের বাড়ি যাচ্ছি তাই আপনাদের কোন সমস্যা হলে সাহায্য করতে পারছি না। তবে কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য করবেন। আশা করি অন্য কেউ সমাধান করে দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন