শুক্রবার, অক্টোবর ২৯, ২০১০

Goggle


 Change Your IP
অনেক সময় একই কম্পিউটারে একাধিক আইপি সেট করার দরকার হয়। উদাহারন হিসেবে ল্যাপটপ ব্যবহারকারীদের কথা বলতে পারি। যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের অনেকের বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে। ফলে বাসায় একটা আইপি ব্যবহার করতে হয় আবার অফিসে গিয়ে ভিন্ন আইপি ব্যবহার করতে হয়। এজন্য প্রতিদিন কন্ট্রোল প্যানেলে গিয়ে ম্যানুয়ালি আইপি সেট করাটা অনেক ঝামেলার ব্যাপার। এখন আপনাদের শেখাব কিভাবে মাত্র একবার ডাবল ক্লিকেই আইপি পরিবর্তন করবেন!

এই কাজে আমরা ব্যবহার করব Net Profile Switch সফটওয়্যারটি। এই লিংক থেকে ৬৩৭ কিলোবাইটের rar এক্সিকিউটেবল ফাইলটি ডাউনলোড করে চালু করলেই NetProfileSwitch নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। আনজিপ পাসওয়ার্ড cae.com.bd দিতে হবে। উদাহারন হিসেবে এবার আমরা নিচে দেওয়া আইপি এড্রেসগুলো NetProfileSwitch সেট করব।

বাসার আইপি:
IP Address: 192.168.1.137
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.1.1
DNS 1: 192.168.1.2
DNS 2: 192.168.1.3

অফিসের আইপি:
IP Address: 172.16.100.17
Subnet Mask: 255.255.0.0
Default Gateway: 172.16.100.1
DNS 1: 172.16.100.2
DNS 2: 192.168.100.3

. NetProfileSwitch চালু করুন।
. কোন প্রোফাইল নেই এমন একটা মেসেজ আসবে। NO ক্লিক করুন।
. Settings -> General ট্যাবে শুধু Close Net Profile Switch after....... টিক চিহ্ন দিয়ে বাকিগুলো থেকে তুলে দিন। Double click activates a profile সিলেক্ট করুন। OK দিন।
. New Profile ক্লিক করুন। Profile name: লিখুন Home Change this network-interface's settings..... টিক চিহ্ন দিন। Obtain an IP address automatically থেকে টিক চিহ্ন তুলে দিন এবং উপরে দেওয়া বাসার আইপি' তথ্যগুলো সঠিক ঘরে লিখে OK ক্লিক করুন। একইভাবে আবার Profile name: Office লিখে উপরে দেওয়া অফিসের আইপি' তথ্যগুলো সঠিক ঘরে লিখে OK ক্লিক করুন।
. এখন আপনি মূল প্রোগ্রামে Home এবং Office নামে দুটো আইকন দেখতে পাচ্ছেন। Save changes ক্লিক করুন।
. এবার Home অথবা Office যে কোন একটা আইকনে ডাবল ক্লিক দিন। প্রোগ্রামের নিচের দিকে Activating profile..... লেখা মেসেজ দেখতে পাবেন। এবং একটু পরেই পোগ্রামটি বন্ধ হয়ে যাবে। আপনি যে আইকনে ডাবল ক্লিক করেছিলেন সে অনুযায়ী আপনার পিসিতে আইপি সেট হয়ে গেছে।
. এখন থেকে আপনাকে আর ম্যানুয়ালি আইপি সেট করতে হবে না। যেখানে যাবেন Net Profile Switch চালু করে নির্দিষ্ট আইকনে শুধু ডাবল ক্লিক করবেন কাজ হয়ে যাবে

রবিবার, অক্টোবর ২৪, ২০১০

Essential

   
 Work any computer of the  From your computer kaoser
এই ওয়েবসাইটের একজন নিয়মিত পাঠক এবং অন্যতম পৃষ্ঠপোষক বাবুল ভাই থাকেন ইটালিতে কয়েকদিন আগে ওনার পিসিতে কিছু সমস্যা নিয়ে ফোনে কথা বলছিলাম তো এই ব্যাপারে কথা বলতে গিয়ে TeamViewer সফটওয়্যারটা সম্পর্কে ওনার কাছ থেকে প্রথম জানলাম(সেজন্য বাবুল ভাইকে স্পেশাল থ্যাংকস) এটি একটি রিমোট কন্ট্রোল সফটওয়্যার যার সাহায্যে পৃথিবীর যে কোন প্রান্তের অনলাইনে সংযুক্ত দুটো পিসি একে অপরের ডেস্কটপ এক্সেস পায় ফলে আপনি বাংলাদেশে বসেই আপনার প্রবাসী কোন বন্ধুর পিসির সমস্যা ঠিক করে দিতে পারবেন যেমনটা আমি বাবুল ভাইয়ের পিসিতে ঢুকে করেছিলাম চলুন দেখা যাক কিভাবে এই কাজটি করতে হয়

প্রথমে এই সাইট থেকে TeamViewer ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেলে TeamViewer_Setup চালু করুন Run সিলেক্ট করে Next দিন I accept the..... তে টিক চিহ্ন দিয়ে Next দিন TeamViewer চালু হবে একই কাজটি উভয় কম্পিউটারে করতে হবে এবার নিচের ছবির মত দেখতে পাবেন