মঙ্গলবার, মে ১০, ২০১১

কার্যপদ্ধতি – হার্ডডিস্ক কিভাবে কাজ করে


কম্পিউটারের যাবতীয় ডাটাই সংরক্ষিত থাকে এর হার্ডডিস্কে। হার্ডডিস্কে প্রধানত থাকে দুটি অংশ ইলেকট্রনিক বোর্ড ও ডিস্ক।
এই ইলেকট্রনিক বোর্ড হার্ডডিস্কের রিডিং ও রাইটিং মেকানিজম এবং ডিস্কে মোটরের ঘূর্ণন নিয়ন্ত্রণ করে। এবং এই ডিভাইস ডাটা রিডের সময় ডিস্কের ম্যাগনেটিক ডোমেইনকে বাইটে ও ডাটা রাইটের সময় বাইটকে ম্যাগনেটিক ডোমেইনে রূপান্তর করে।
ডিস্ককে বলা হয় প্লেটার। এর মাঝে থাকে মোটর। প্লেটার সাধারণ মিনিটে ৫৪০০ থেকে ১০,০০০ বার ঘুরতে সক্ষম। ডিস্কের পাশে থাকে আর্ম (ছবিতে উপরে বাম কোণায়)। এই আর্মেই রিডিং/রাইটিং হেড লাগানো থাকে।
এই আর্মের ওজন খুবই কম এবং এর মেকানিজম খুবই জটিল ও অবিশ্বাস্য দ্রুতগতির। ডাটা স্টোরেজ ক্যাপাসিটি বাড়াবার জন্য সব হার্ডডিস্কেই একাধিক প্লেটার ব্যবহার করা হয়। প্লেটারের পৃষ্ঠ ডাটা স্টোরেজ দুই ভাগে বিভক্ত সেক্টর ও ট্র্যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন