মঙ্গলবার, মে ১০, ২০১১

শর্টকাট টিপস – কোনো বিশেষ প্রোগ্রামে দ্রুত কাজ করতে চাইলে কি করবেন


এমন পরিস্থিতি অনেক সময়ই আপনার হয় যে, অনেকগুলো প্রোগ্রাম/এপ্লিকেশন চালু করে আছেন। কিন্তু একটি বিশেষ এপ্লিকেশন যথেষ্ঠ রিসোর্স হাংরি এবং এটি স্লো চলছে। কিন্তু এটার স্মুথলি চলাটা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ঐ বিশেষ প্রোগ্রামকে ঠিকমতো রান করাতে পাবেন এইভাবে-
>>   প্রোগ্রামটি রান করা অবস্থায় Task Manager ওপেন করুন।
>>   Processes ট্যাব থেকে ঐ প্রোগ্রামে রাইট ক্লিক করে set priority থেকে High সিলেক্ট করুন।
Task Manager
>> Change Priority কনফার্মেশন বক্স আসলে কনফার্ম করে OK করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন