অ্যান্ড্রয়েড ৩.০ অপারেটিং সিস্টেমে চালিত ‘ইইই প্যাড ট্রান্সফরমার’ নামের ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে আসুস। ট্যাবলেটটিতে ১০ দশমিক ১ ইঞ্চি স্পর্শকাতর পর্দা এবং স্থানান্তরযোগ্য ক্যামেরা রয়েছে। এ ছাড়া ট্যাবলেটটির সঙ্গে আলাদা কিবোর্ড যুক্ত করার সুবিধাও রয়েছে। ফলে এটি ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। এতে ফ্ল্যাশ সমর্থিত ‘ই-বুক’ পড়ারও সুবিধা রয়েছে। তাইওয়ানে ১৬ গিগাবাইট ইইই প্যাড কিনতে দাম পড়বে ৫০০ মার্কিন ডলার। আর কিবোর্ডসহ ইইই প্যাডের দাম ৬০০ মার্কিন ডলার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন