মঙ্গলবার, মে ১০, ২০১১

চোখের ইশারায় চালানো যাবে ল্যাপটপ


কীবোর্ড, মাউস, টাচস্ক্রীণ এর পর কোনটা হবে নতুন প্রজন্মের ইনপুট সিস্টেম তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার যেন শেষ নেই। অনস্ক্রিন ভার্চুয়াল কী-বোর্ড কিংবা কন্ঠস্বরের সফল প্রয়োগের পর সর্বশেষ চমক হিসেবে এবারে আসছে চক্ষু-নিয়ন্ত্রিত ল্যাপটপ। অর্থাৎ চোখের ইশারাতেই সম্ভব হবে ল্যাপটপকে নিয়ন্ত্রণ করা। দৃষ্টি নির্দেশক ও নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ে গবেষণাকারী সুইডিস্ক কোম্পানী ‘টোবি’ যুক্ত হয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিসমান লেনেভো’র সাথে। উভয়ের যৌথ উদ্যোগে এবার তৈরি হয়েছে কল্পনার সেই ল্যাপটপ যা নিয়ন্ত্রণ করতে চোখের ইশারাই যথেষ্ট। ঠিক মাউসের মতোই কাজ করবে চোখের দৃষ্টি। কোনো নির্দিষ্ট একটি আইকনের উপর মনোযোগী হলেই সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। যেমন সেটি কোনো ফোল্ডার হলে চোখের দৃষ্টি ফোল্ডারটি ওপেন করবে, ছবি ভিডিও বা অডিও হলে তা চালাতে সক্ষম হবে। সম্প্রতি দৃষ্টি নিয়ন্ত্রিত বেশ কিছু অ্যাপ্লিকেশনও প্রদর্শন করেছে টোবি এবং লেনেভো। এর মধ্যে রয়েছে দৃষ্টি নিয়ন্ত্রিত গেম। দৃষ্টি দ্বারা নিয়ন্ত্রণের জন্য টোবি-লেনোভো’র ল্যাপটপে রয়েছে ‘আই-ট্র্যাকার’। এর পাশাপাশি রয়েছে লুকোনো ক্যামেরা। এই দুইয়ে মিলে ল্যাপটপের সামনে থাকা মানুষটির দৃষ্টিকে যথার্থভাবে অনুসরণ করতে সক্ষম। চোখের মনির অবস্থান এবং রেটিনাতে বস্তুর প্রতিচ্ছবির উপর ভিত্তি করে এরা মনিটরের ঠিক কোন জায়গাটিতে দৃষ্টি নিবদ্ধ, তা সনাক্ত করতে পারে। সফটওয়্যার অংশটি এরপর সহজেই সেই দৃষ্টিতে সিগন্যালে রূপান্তর করে মাউস কার্সরের কার্যকারিতায় রূপান্তর করে। পরীক্ষামূলকভাবে টোবি-লেনোভো প্রাথমিকভাবে ২০টি ল্যাপটপ প্রটোটাইপ তৈরি করেছে। এ বিষয়টি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে খুব শীঘ্রই সাধারণ মানুষের ব্যবহারপযোগী করে তোলার ব্যাপারে আশাবাদী টোবি এবং লেনোভো। আগামী ২/৩ বছরের মধ্যেই এটি কম্পিউটিংয়ের মূল ধারায় প্রবেশ করতে সক্ষম হবে বলে আশাবাদ জানিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন