1. শেপ নেওয়া
নিচের মতো শেপ নিন।
2. Music note
প্রথমে তিনটি শেপ নিন। উজ্জল থেকে হালকা রঙের Object > Blend > Blend Options, যান। Specified Steps = 128 করুন। তারপর তিনটি শেপ সিলেক্ট করে Ctrl + Alt + B চাপুন অথবা Object > Blend > Make এ যান।
Reflection
একটি oval নিন। এটিতে সাদা ও কালোর গ্রাডিয়েন্ট বানান. দেখে নিন সাদা যেন ঠিক মতো সাদা হয়। (C,M,Y,K=100). উপরের অঙশ ড্রাগ করুন Screen Blending Mode সিলেক্ট করুন
Highlights
একটি চতুভূর্জ নিয়ে এটিকে বৃত্তটির কাছে এনে ব্লেন্ড করি। কপি করে আরেকটি বানিয়ে নেই।
তিন রঙের একটি গ্রাডিয়েন্ট পাথ বানিয়ে নেই।
একই ভাবে চিত্রের মতো ব্লেন্ড করি
3. CD
Gradient toolব্যবহার করে CD shape টিতে সাদ-কালো গ্রাডিয়েন্ট তৈরী করি।
Rainbow Gradient
কয়েকটি রঙের গ্রাডিয়েন্ট বানিয়ে নেই। মনে রাখতে হবে প্রথম ও শেষ রঙ যেন সাদা হয়
Blend Tool (W),ব্লেন্ড টুল ব্যবহার করে প্রতিটি স্ট্রোকে ডান থেকে বামে ক্লিক করি।c
Blend Tool (W),ব্লেন্ড টুল ব্যবহার করে প্রতিটি স্ট্রোকে ডান থেকে বামে ক্লিক করি।c
Mask
Ctrl+7 or Object > Clipping Mask > Make. এর মাধ্যমে সিডি সেপ ও গ্রাডিয়েন্টের মাস্ক তৈরী করি। অপাসিটি 26%.করি।
একইভাবে আরেকটি রঙধনু বানাই।
4. Music note refection
তিনটি ওভাল বানাই এবং Object > Blend > Make (Ctl+Alt+B) এ গিয়ে ব্লেন্ড করে নেই।
এটিকে music note এর কাছে নিয়ে Multiply সিলেক্ট করে 37% অপাসিটি করুন। Alt চেপে ড্রাগ করে অনুরূপ আরেকটি বানান।
5. Drop Shadow
সবশেষে Drop Shadowর কাজ। সিডিপাথ সিলেক্ট Effect > Stylize > Drop Shadow এ যান এবঙ নিচের মতো সেইটঙ করুন।
সব শেষে
আইটিউন আইকনটি এমন হবে-
thanks fo Music logo
উত্তরমুছুন