সার্চ আইকোন আমরা সাবাই চিনি। বিভিন্ন ব্লগ বা ওয়েব সাইটের থিম এর সার্চ বক্সে বিভিন্ন রকম স্টাইলিস সার্চ আইকোন দেয়া দেয়া থকে। এগুলো প্রথমে বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে তৈরি করে তারপর বিভিন্ন ওয়েব প্রগ্রামিং কোড দিয়ে দিয়ে ব্লগ বা সাইটে স্থাপন করে। আমি এই বিষয় নিয়ে পরে টিউটোরিয়াল লিখবো।
তবে আজ দেখাই কি ভাবে ফটোশপ দিয়ে সার্চ বক্স তৈরি করে। আমি ফটোশপ সিএস ৩ (Photoshop CS3) ব্যাবহার করি। তাই আমার টিউটোরিয়ালটার স্কিনসট গুলো হবে ফটোশপ সিএস ৩ (Photoshop CS3) এর।
এই আইকোন এর মূলতো ৩টি অংশ রয়েছে। এই তিনটি অংশ আমদের তৈরি করতে হবে। সেগুলো হল
১. লেন্স এর চারপাশ
২. লেন্স
৩. হ্যান্ডেল।
আসেন আমরা কাজ শুরু করি।
প্রথম কাজ লেক্স এর চারপাশ তৈরিঃ
১. প্রথমে ফটোশপ ওপেন করুন।
২. এবার File>New কমান্ড দিন অথবা কিবোর্ড এর Ctrl+N কি চাপুন এবং নিচের মত সেটিং প্রদান করে এটা ডকুমেন্ট তৈরি করুন।
৩. লেয়ার প্যালটি যদি না থাকে তবে Windows>Show layers এ গিয়ে ওপেন করুন।
৪. Shift+Ctrl+N চেপে একটা নতুন লেয়ার নিন।
৫. এবার Elliptical Marquee Tool নিয়ে একটা বিত্ত তৈরি করুন এবং এটা কালো রং সিলেক্ট করে Brush tool দিয়ে পুরোটা ভরাট করে ফেলুন। {বলে রাখি এটা লেন্স এর চারপাশের ফ্রেম তৈরি করছি এটাতে আপনি আপনার ইচ্ছা মত রং ব্যাবহার করতে পারবে}
৬. সিলেকশন থাকা অবস্থায় Select>Modify>Contract যান তাহলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমি 10 Pixels দিয়েছি আপনি আপনার ইচ্ছা মত দিতে পারেন। এটা যত বাড়াবেন তত সিকেলশন এর আকার ছোট হয়ে যাবে।
৭.তারপর Delete কি চেপে মাঝের অংশ মুছে দিন এবং Ctrl+D চেপে সিলেকশন তুলে দিন।
৮. Layer>layer style>Bevel and Emboss এ যান এবং নিচের মত সেটিং করুন।
৯. Bevel and Emboss ওপরে লক্ষ্য করলে দেখতে পাবেন Inner Shadow নামের একটা অপশন আছে এখানে যান এবং নিচের মত সেটিং করুন।
১০. OK করুন।
এবার এর ভেতরে কাঁচ বসাবো। তার জন্য একটা নতুন লেয়ার নিন
১১.Magic Wand Toolব্যাবহার করে রিংটার ভেতর সিলেক্ট করুন এবং Back Space চাপুন।
১২. যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
১৩. আবার Layer>layer style>Satin যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
এবার হ্যান্ডোল তৈরি করবো।
১৪. আবার নতুন একটা লেয়ার নিন।
১৫. Rectangle Marquee Selection টুলটা ব্যাবহার করে একটা সিলেকশন তৈরি করুন। Gradient টুল সিলেক্ট করুন এবং স্কিনসটার মত করে কালার সেটিং করুণ।
১৭. এবার Gradient টুল ব্যাবহার করে সিলেকশনটির ভেতর বাম পাশ হতে ডান পাশে ড্র্যাগ করে সিলেকশনটি চিত্রের মত করুন।১৮. এবার Ctrl+T চাপুন এবং আপনি Ctrl কি চেপে ধরে এর কোনের অংশ গুলো বড় ছোটও করতে পারবেন।
১৯. এবার হ্যান্ডেলটি জায়গামত বসিয়ে দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন