Virus problem


·        
আমাদের প্রত্যেকেই কোন না কোন সময় Auto run virus নিয়ে বিপাকে পড়তে হয়েছে। আর যেন Auto run virus নিয়ে বিপাকে না পড়তে হয় সেজন্য আপনি ব্যবহার করতে পারেন USB Disk Security এটি ব্যবহার করলে আপনি আপনার USB ড্রাইভে যাই ঢুকান না কেন এটি Auto স্ক্যান দিয়ে ভাইরাস সনাক্ত করে ফেলবে। ভাইরাস ফেলে Threat এর ঘরে ভাইরাসটির নাম আসবে। আপনাকে শুধু ভাইরাসটি সিলেক্ট করে Delete all ক্লিক করতে হবে। তারপর আবার usb scan ক্লিক করে scan ক্লিক করে দেখতে পারেন কোন ভাইরাস আসে কিনা থাকলে Delete all ক্লিক করে দিবেন। তারপর Quarantine এর মধ্যে ক্লিক করে রিপ্লেস ক্লিক করুন। কোন ভাইরাস থাকলে এ্যাপ্লি করে দেন। ব্যাস আপনার পিসি ইউ.এস.বি ড্রাইভটি হয়ে গেল ভাইরাস মুক্ত। এটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে


১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করুন আপনার AVG Antivirus কে

Bottom of Form


বর্তমানে অনেকেই AVG Antivirus সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। কিন্তু বেশিরভাগই ফ্রি ভার্শন ব্যবহার করেন। এই ফ্রি ভার্শন সর্বোচ্চ বছরের জন্য পাওয়া যায়। কয়েকদিন আগে একটি কম্পিউটার প্রতিষ্ঠান এর হার্ডডিস্ক থেকে একটি সিরিয়াল কী পেলাম, যা দিয়ে আপনি আপনার AVG Virus সফটওয়্যারকে ১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করতে পারেন। যদি AVG Virus সফটওয়্যারটি না থাকে, AVG ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। তারপর সেটাপ এর সময় সিরিয়াল কী এর জায়গায় ডাউনলোড করে কী টি ব্যবহার করুন। এরপর আপডেট করে ব্যবহার করুন। অন্য একটি বিষয় হচ্ছে, লাইভ আপডেট করা (আপডেট) ডেটাগুলোকে আপনি C: -> Documents and Settings -> All Users -> Application Data -> avg8 -> update -> download লোকেশন থেকে কপি করে অন্য কোন কম্পিউটারও আপডেট করতে পারবেন। ফলে বার বার ডাউনলোড করতে হবে না। তবে হয়তো সেটআপ এর সময় বলতে যে আপনার এই সিরিয়াল কি এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে আপনার পিসির সিস্টেম ক্যালেন্ডার কিছুদিন পিছিয়ে সেটাপ করুন। তবে মনে হয় না এই ধরনের সমস্যা করবে।

ডাউনলোড কী