রবিবার, জানুয়ারী ৩০, ২০১১

ভেরিয়্যাবলের ব্যবহার যোগ করার সহজ প্রজেক্ট (প্রগ্রামিং সি পর্ব-৪)

আগের পর্বে কনস্ট্যান্ট ও  ভেরিয়্যাবল এর উপর ধারনা লাভ করেছি। এখন দেখবো কিভাবে সি প্রগ্রামে খুব সহজে দুটি সংখ্যা যোগ করা যায় ।
প্রথমে তিনটি ইন্টিজার টাইপের ভেরিয়্যাবল num1,num2 ও sum নিতে হবে-
প্রকাশ করার নিয়ম হলো:
int num1;
int num2;
int sum;
এখন কীবোর্ড থেকে num1 এবং num2 এর মান নিতে হবে:
এক্ষেত্রে scanf() ফাংশনটি ব্যবহার করতে হবে। এই ফাংশনটির মাধ্যমে সরাসরি কীবোর্ড থেকে কোন ভেরিয়্যাবলের মান নেয়া যায়।
scanf(“%d”,&num1);
scanf(“%d”,&num2);
উপরের দুটি বাক্যে %d দিয়ে ইন্টিজারের এর মান বুঝানো হয়েছে। ডাবল কোলনের মাঝে রাখতে হবে এটি। তারপর একটি কমা দিয়ে &num1 লিখতে হবে। অবশ্যই শেষে সেমিকোলন দিতে ভুলবেন না যেন।
এবার
sum=num1+num2;
লিখতে হবে। সহজেই বুঝতে পারছেন -  sum ভেরিয়্যাবলের মধ্যে num1 ও num2 যোগফলের মান রাখা হচ্ছে। এখন sum এর মান প্রিন্ট করলেই হলো।
printf(“Sum is: %d”,sum);

তাহলে সম্পুর্ণ প্রগ্রামটা দাড়ালো:
#include<stdio.h>
#include<conio.h>
int main()
{
int num1;
int num2;
int sum;
printf(“Enter num1 and num2\n”);
scanf(“%d”,&num1);
scanf(“%d”,&num2);
sum=num1+num2;
printf(“The sum is %d”,sum);
getch();
}
বাংলা ভিডিও টিউটরিয়ালটিতে এই অংশটুকুই আলোচনা করা হয়েছে। যাদের স্পিড ভালো এবং ভিডিওতে সুবিধা মনে করেন তাদের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন