ফটোশপ দিয়ে খুব সহজেই মেঘ তৈরি করুন
যারা নতুন ফটোশপে হাত দিয়েছেন মূলত তাদের জন্য এই টিপস। এখানে আমি আপনাদের শেখাব কিভাবে ফটোশপ দিয়ে মেঘের চিত্র তৈরি করা যায়।
>> এবারে কালার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার কোড দিন #3E6CAA আর ফরগ্রাউন্ড কালার কোন দিন#76B6F4 ।
>> এবারে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব।এজন্য কিবোর্ডের Ctrl+J চাপুন। লেয়ারটির নাম দিন Cloud। তারপর Filter > Render > Clouds এ যান এবং তারপর Filter > Render > Clouds যান তিন বার।
>> তারপর কিবোর্ড থেকে Ctrl+L চাপুন অথবা Image > Adjustments > Level এ যান। চিত্রের মত করে মান বসান-
>> এবার আবার একটি নতুন লেয়ার তৈরি করুন। লেয়ারের একটি নাম দিন। Filter > Stylize > Extrude এ যান এবং চিত্রের মত করে মান বসান-
মেঘ তৈরির কাজ মোটামুটি শেষ তবে ছবিটি নিখুত করার জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে।
>> আমাদের তৈরি লেয়ার দুইটার উপর ব্রাশ ইফেক্ট ব্যবহার করুন নিচের চিত্রের মতো-
>> এবারে Shadow নাম দিয়ে নতুন লেয়ার তৈরি করুন।
>> তারপর Select > Color Range এ গিয়ে চিত্রের মত করে মান বসান-
>> এবারে আবারো একটি তারপর একটি নতুন লেয়ার তৈরি করুন নাম দিন Shadows 2 ।এই লেয়ারে ব্রাশ টুল দিয়ে মেঘের শ্যাডো তৈরি করুন।
>> সবশেষে Filter > Blur > Gaussian Blur এ যান এবং মান বসান 6.5।
ব্যস।তৈরি হয়ে গেল আপনার মেঘ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন