শুক্রবার, জানুয়ারী ০৭, ২০১১

ফটোশপ দিয়ে খুব সহজেই মেঘ তৈরি করুন

ফটোশপ দিয়ে খুব সহজেই মেঘ তৈরি করুন

যারা নতুন ফটোশপে হাত দিয়েছেন মূলত তাদের জন্য এই টিপস। এখানে আমি আপনাদের শেখাব কিভাবে ফটোশপ দিয়ে মেঘের চিত্র তৈরি করা যায়।
>> প্রথমেই একটি নতুন ফাইল ওপেন করুন। ৮০০X৬০০ মাপের এবং ৭২ রেজুলেশন দিন।
>> এবারে কালার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার কোড দিন #3E6CAA  আর ফরগ্রাউন্ড কালার কোন দিন#76B6F4 ।
>> এবারে ল্যারের ব্লেন্ডিং অপশনে এ গিয়ে নিচের চিত্রের মতো করে মান বসান-
>> এবারে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব।এজন্য কিবোর্ডের Ctrl+J চাপুন। লেয়ারটির নাম দিন Cloud। তারপর Filter > Render > Clouds এ যান এবং তারপর Filter > Render > Clouds যান তিন বার।
>> তারপর কিবোর্ড থেকে Ctrl+L চাপুন অথবা Image > Adjustments > Level এ যান। চিত্রের মত করে মান বসান-
>> এবার আবার একটি নতুন লেয়ার তৈরি করুন। লেয়ারের একটি নাম দিন। Filter > Stylize > Extrude এ যান এবং চিত্রের মত করে মান বসান-
মেঘ তৈরির কাজ মোটামুটি শেষ তবে ছবিটি নিখুত করার জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে।
>> আমাদের তৈরি লেয়ার দুইটার উপর ব্রাশ ইফেক্ট ব্যবহার করুন নিচের চিত্রের মতো-
>> এবারে Shadow নাম দিয়ে নতুন লেয়ার তৈরি করুন।
>> তারপর Select > Color Range এ গিয়ে চিত্রের মত করে মান বসান-
>> এবারে আবারো একটি তারপর একটি নতুন লেয়ার তৈরি করুন নাম দিন Shadows 2 ।এই লেয়ারে ব্রাশ টুল দিয়ে  মেঘের শ্যাডো তৈরি করুন।
>> সবশেষে Filter > Blur > Gaussian Blur এ যান এবং মান বসান 6.5।
ব্যস।তৈরি হয়ে গেল আপনার মেঘ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন