শুক্রবার, জানুয়ারী ০৭, ২০১১

ফটোশপে ব্রাশ ইন্সটল করার নিয়মাবলী

ব্রাশ যে ফটোশপ ব্যবহারকারীদের কত বড় বন্ধু তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা অনেকেই হয়তো জানি না যে ব্রাশ আপনি চাইলে আপনার ফটোশপে পছন্দমতো আলাদা করেও সংযুক্ত করতে পারেন। আজকে তার নিয়মাবলীই বলছি।
>>ব্রাশ কোন .exe ফাইল বা এপ্লিকেশন না, তাই সেটআপ করতে হয় না। শুধুমাত্র কপি পেষ্ট করতে হয়। ফটোশপের কোন ব্রাশ ডাউনলোড করলে তার এক্সটেনশনে .abr থাকে। তাহলে এটি দেখেই আপনি বুঝতে পারবেন এটি একটি ফটোসপের ব্রাশ। প্রথমে ব্রাশ টিকে কপি করুন। তারপর
C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Brushes এই লোকেশনে গিয়ে পেষ্ট করুন। ব্যাস কাজশেষ।
>>তারপর ফটেসপে যান। নতুন ফাইল নিন। ব্রাশটুলটি সক্রিয় করে নিন। অথবা কিবোর্ড থেকে B চাপুন। তারপরফটোসপের ষ্ট্যান্ডার্ড টুলবারের চিহ্নিত অংশে ক্লিক করুন। তারপর ড্রপডাউন মেনু থেকেলোড ব্রাশেস-এ ক্লিক করুন।
ফটোশপে ব্রাশ ইন্সটল করার নিয়মাবলী
ফটোশপে ব্রাশ ইন্সটল করার নিয়মাবলী
>>তারপর ব্রাশটির লোকেশন অর্থাৎ C:\Program Files\Adobe\Photoshop CS\Presets\Brushes থেকে ব্রাশটিকে ওপেন করুন। দেখবেন যে ব্রাশটি চলে এসেছে। এবারে আপনি ব্যবহার করতে পারবেন।
প্রথম প্রকাশঃ মাসিক টেকনোলজি টুডে
ফেব্রুয়ারী ২০১০
  1. এডোবি ইলাস্ট্রেটর দিয়ে নিজের মতো করে ব্রাশ তৈরি করুন
  2. ফটোশপ দিয়ে খুব সহজেই মেঘ তৈরি করুন
  3. ফটোশপের সহজতম একটি ইফেক্ট তৈরি শিখে নিন
  4. শুরু থেকে ওয়ার্ডপ্রেস শিখুন – ইন্সটলেশন
  5. টিউটোরিয়াল – থ্রিডি স্টুডিও ম্যাক্স দিয়ে রাতের পৃথিবীর চমৎকার ইমেজ তৈরি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন