আসুন গ্রহ উপগ্রহ এর ছবি ফটোশপ দিয়ে তৈরি করি।
ফটোশপে একটা নতুন ফাইল নিন। তারপর #500000 এই কালার কোডে ব্যাকগ্রাউন্ড দিন।
তারপর Filter > Render > Clouds এ যান। আপনার ইমেজ এমন হবে।
চিত্রের মত কিছু অংশ সিলেকশন করে নিন।
তারপর Image > Adjustment > Hue/Saturation এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+U চাপুন। এবং নিচের চিত্রের মত মান বসান।
তাহলে আপনার ইমেজ এমন হবে
তারপর সিলেকশন রিমুভ করে নিন। এজন্য Select > Deselect এ যান। তারপর Filter > Noise > Add Noise এ গিয়ে চিত্রের মত মান বসিয়ে ওকে করুন।
তারপর Image > Adjustment > Levels এ গিয়ে চিত্রের মত মান বসান।
তাহলে আপনার ইমেজ এমন হবে।
এরপর আপনাকে একটি টেক্সার ইমপোর্ট করতে হবে। আমি করেছি এইটা। আপনি চাইলে অন্যটি ব্যবহার করুন। শুধুমাত্র কপি করে পেষ্ট করলেই হবে।
তারপর Elliptical Marquee Tool ব্যবহার করে প্রয়োজনীয় অংশ সিলেকশন করুন। তারপর ইনভার্ট সিলেকশনের জন্য Ctrl+Shift+I চাপুন এবং কিবোর্ড থেকে ডিলিট চাপুন। অপ্রয়োজনীয় অংশ ডিলিট হয়ে যাবে।
এরপর কিবোর্ড থেকে Ctrl+D চাপুন এবং তারপর Filter > Blur > Gaussian Blur থেকে এটিকে নিচের চিত্রের মত করে মান দিন।
তাহলে আপনার ইমেজ এমন হবে
তারপর Color Overlay তে যান। এবং নিচের মত সেটিংস এ্যাপ্লাই করুন।
তারপর Smudge Tool ব্যবহার করে সানলাইট বাড়ান
Select > Load Selection এ যান তারপর Filter > Distort > Spherize এ গিয়ে নিচের মত সেটিংস এ্যাপ্লাই করুন।
এরপর নিচের চিত্রের মত করে Inner Shadow, Outer Glow, Inner Glow, Color Overlay সেটিংস এ্যাপ্লাই করুন।
দেখুন তো কেমন হলো
এরপর গ্রহটির উপর একটি ছায়া ফেলতে হবে Elliptical Marquee Tool এর সাহায্যে একটি বৃত্ত আকান এবং এর কালার কালো দিন।
তারপর Filter > Blur > Gaussian Blur এ গিয়ে ৪১ পিক্সেল করে দিন
এরপর লেন্স ইফেক্ট দিতে হবে এর জন্য Filter > Render > Lens Flare এ যান নিচের মত সেটিংস এ্যাপ্লাই করুন।
তাহলেই হয়ে গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন