বুধবার, জানুয়ারী ০৫, ২০১১

ফটোশপ দিয়ে টেক্সট ইফেক্ট-১০

ফটোসপ দিয়ে বিভিন্নভাবে টেক্সট ইফেক্ট দেওয়া যায়। আসুন আমরা একটি ইফেক্ট শিখি
আমরা আজ এটি করার চেষ্টা করব।
http://www.rongmohol.com/uploads/1805_stell-10.jpg
প্রথমে ফটোসপে একটি নতুন ডকুমেন্ট নিন। এজন্য File>New এ যান। মান হবে নিচের মত
http://www.rongmohol.com/uploads/1805_stell.jpg
তারপর এর কিছু অংশ Marque Tool (M) দিয়ে সিলেক্ট করে Edit > Fill > 50% gray এ যান একটা চেক বক্স আসবে
http://www.rongmohol.com/uploads/1805_stell-2.jpg
এখানে 50% Gray ও নিচের মানগুলো দিয়ে ওকে করুন।
তারপর সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে পুরো পেজে টেনে এন্টার করুন।
http://www.rongmohol.com/uploads/1805_stell-4.jpg
দেখুন তো কত্ত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে।
http://www.rongmohol.com/uploads/1805_stell-5.jpg
তারপর Type Tool এর সাহায্যে আপনার কাঙ্খিত লেখা লেখুন।
তারপর কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। এরপর Bleeding Option এ যান তারপর Bevel and Emboss এর নিচের মত মান বসিয়ে ওকে করুন।
http://www.rongmohol.com/uploads/1805_stell-9.jpg
তারপর Bevel and Emboss এর Texture এ একটা Texture সিলেক্ট করুন।
http://www.rongmohol.com/uploads/1805_stell-7.jpg
তারপর নিচের চিত্রের মত করে Gradient Overlay তে নিচের মত করে মান বসান।
http://www.rongmohol.com/uploads/1805_stell-8.jpg
দেখুন আপনার টেক্সট কত সুন্দর হয়ে গেছে
আপনি ইচ্ছা করলে অন্য কোন কালার ও করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন