আসুন আপনার ওয়েবসাইটের জন্য কালার বাটন তৈরি করি। নিচের চিত্রগুলো দেখুন। এগুলো তৈরি করা হয়েছে ফটোশপে। তো আসুন দেখি কিভাবে বানাতে হবে।
প্রথমে ফটোশপে 500×300 পিক্সেল এর একটি ডকুমেন্ট হয়। এর রেজুলেশন হবে ৭২। আপনি ইচ্ছা করলে এর বেশী ও দিতে পারেন। তারপর Rounded Rectangle Too (মান হবে 30 px) ব্যবহার করে নিচের চিত্রের মত করে #d61d23 কালার কোডে আকান।
তারপর লেয়ার কপি করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন তারপর Bleeding Option এ যান। এখান থেকে
• Inner Shadow
• Gradient Overlay
নিচের মত করে মান দিন।
• Inner Shadow
• Gradient Overlay
নিচের মত করে মান দিন।
তাহলে আপনার ইমেজ এরকম হবে
তারপর লেয়ার আবার কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। তারপর Edit > Transform > Flip Vertical এ যান।
তারপর Quick Mask Mode ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড নিচের মত কালার করে দিন। আপনি চাইলে গ্রিডেন্ট ব্যবহার করতে পারেন। গ্রিডেন্ট কিভাবে ব্যবহার করা হয় তা এর আগে আলোচনা করা হয়েছে।
তারপর ইমেজের নিচের কিছু অংশ সিলেক্ট করে ডিলিট করে দিন। এবং বাকী অংশ সিলেক্ট করে Filter>Blur>Gaussain Blar এ গিয়ে ১২ পিক্সেল মান দিয়ে ওকে করুন। আপনার ইমেজ হবে
তারপর Ellipse Tool এর সাহায্যে বাটনের উপরই নিচের মত করে আকান এবং কিবোর্ড থেকে Delete প্রেস করুন।
তারপর তারপর লেয়ার কপি করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন তারপর Bleeding Option এ যান। এখান থেকে
• Inner Shadow
• Inner Glow
• Gradient Overlay
• Stroke
তাহলে আপনার ইমেজ হবে
এরপর একটি পৃথিবী মার্কা ইমেজ উক্ত বাটনের উপর বসাতে হবে আমি ব্যবহার করলাম এইটা। আপনি ইচ্ছা করলে অন্যটাও করতে পারেন। গুগল করলে হাজারোটা পাবেন।
এরপর Image > Adjustments > Desaturate এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+U চাপুন। এখান থেকে কালার প্যলেট চেইঞ্জ করুন।
এরপর Sharpen Tool (মান হবে- Brush: 100 px, Mode: Normal, Strength: 40%) টুল ব্যবহার করে ইমেজটাকে একটু সার্প করে নিন।
তারপর Horizontal Type Tool ব্যবহার করে আপনার কাঙ্খিত লেখা লেখুন
তারপর লেয়ার কপি করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন তারপর Blending Option এ যান। এখান থেকে
Drop Shadow এর মান দিন
Drop Shadow এর মান দিন
তাহলেই হয়ে গেল
একইভাবে কালার চেইঞ্জ করে এগুলো ও তৈরি করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন