চলুন শুরু করা যাক, প্রথমে একটি ৮০০ X ৮০০ পিক্সেলের নতুন ডকুমেন্ট খুলুন।
Background color : সাদা
১. পেন টুলের সাহায্যে চিত্রের মত করে একটি Shape তৈরী করুন।
২. এখন Blending Option থেকে নিচের মানগুলো স্থাপন করুন।
ফলাফল
২. এখন এই Shape এর আরেকটি লেয়ার তৈরী করুন, মানে Duplicate Layer তৈরী করুন।
এই Shape এর color: #1f1f1f
এখন নিচের লেয়ার স্টাইল যুক্ত করুন।
ফলাফল ঠিক এইরকম হবে।
এখন পেন টুলের সাহায্যে আরেকটি Shape তৈরী করুন ( নিচে Blue Color )
এখন এই লেয়ারটিকে ড্রাগ করে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে নিয়ে যান।( লেয়ারের রং কালো করুন )
এখন আরো একটি Shape করুন পূর্বের মত এবং foreground color : #777777 করুন
Opacity 15 % এ পরিবর্তন করুন।
এখন এই লেয়ারটিকে ড্রাগ করে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে নিয়ে যান। ফলাফল এই রকম হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন