ক’দিন ধরে ভীষণ ব্যস্ততায় কাটছে আমার দিন। তাই এবার এর প্রজেক্ট হয়েছে নিম্ন মানের। প্রজেক্ট এর নিম্ন মানের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।
১. নিচের মত সেটিং নিয়ে একটা নতুন ডকুমেন্টটি নিন।
২. তারপর একটা চতুর্ভুজ করুন। Redius দিন 50px।
৩. এবার Layer>Layer Style>Bevel and Emboss যান এবং সেটিং নিচের মত করে করুন।
৪. Color Overlay যান এবং কালো রং সিলেক্ট করুন।
৫. এবার এটার চেয়ে তুলনামূলক ছোট আকারের একটা চতু্র্ভূজ আঁকুন। (চিত্র লক্ষ্য করুন)
৬. তারপর Layer>Layer Style>Inner Shadow যান এবং সেটিং নিচের মত করে করুন।
৭. Color Overlay এবং সাদা রং সিলেক্ট করুন।
৮. Stroke যান এবং সেটিং নিচের মত করে করে ফেলুন।
৯. এবার Type Tool এর সাহায্যে নিচের মত সংখ্যা গুলো বসিয়ে নিন। আপনি ইচ্ছা করলে কম বেশী করতে পারেন।
১০. এবার এর মাঝখানে একটা বৃত্ত আঁকুন।
১১. Layer>Layer Style>Bevel and Emboss যান এবং সেটিং নিচের মত করে করুন।
১২. এবার এটার মাঝখানে সাদা রং এর একটা বৃত্ত আঁকুন।
১৩. তারপর Layer>Layer Style>Bevel and Emboss যান এবং সেটিং নিচের মত করে করুন।
১৪. এবার দুইটা কাঁটা যোগ করে দিন।
১৫. এবং Layer>Layer Style> Gradient Overlay গিয়ে সেটিং নিচের মত করে করুন। (দুই কাঁটারই একই সেটিং)
ব্যাস হলে গেল। এর পরে আরও কিছু পরিবর্তন করেছি। ঐ পরিবর্তন সহ, ফটোশপের সোর্চ ফাইল অর্থাৎ PSD ফাইলটা এখন থেকে নামিয়ে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন