সবাইকে ফটোশপ টিউটরিয়ালে স্বাগতম। ফটোশপের বেসিক অলোচনা ও টুলবারগুলোর ব্যবহার দেখানো হবে।
ফটোশপ খুললে নিচের চিত্রের অনুরুপ দেখতে পাবেন:
উপরে মেনুবার, বাম পাশে টুল বার ও কিছু পেলেট রয়েছে।
মেনু বারে অনান্য প্রগ্রামের মতোই File, Editমেনু রয়েছে
মুভ টুল:সবার প্রথম তির চিহ্নের মতো টুলটি মুভ টুল।মুভ টুল দিয়ে সহজেই চিত্রটিকে এক স্থান থেকে অন্য স্থানে নেয়া যায়।
মারকি টুল (marquee):ছবি বা ছবির অংশবিষেশ সিলেক্ট করতে, কাটতে এই টুল ব্যবহার করা হয়। এইটুলে ক্লিক করে ছবির অংশটি ড্রগ করতে হয়।
লেসো টুল(lesso tool):ছবির অংশ বিশেষ সুন্দরভাবে সিলেক্ট করতে ব্যবহার করা হয়।
মেগনেটিক লেসো টুল:(Magnetic Lesso tool) ছবির ভিন্ন রঙের অংশকে সিলেক্ট চুম্বকের মতো আচরন করে এই টুল।
কুইক সিলেকশন টুল/মেজিক ওয়ান্ড:কুইক সিলেকশন টুল একই রঙের অংশকে একটি মাত্র ক্লিকেই সিলেক্ট করতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন