মঙ্গলবার, মে ১০, ২০১১
তথ্য কণিকাঃ কম্পিউটার ঘড়ি
কম্পিউটারে দু’ধরনের ঘড়ি বিদ্যমান।প্রথমটি হচ্ছে রিয়েল টাইম ক্লক সংক্ষেপে আরটিসি। এটি মাদারবোর্ডে বিল্ট ইন অবস্থায় সর্বক্ষণ চালু থাকে। আর এটি চলে মাদারবোর্ডে সংযুক্ত ব্যাটারির সহায়তায়। দ্বিতীয়টি হচ্ছে অপারেটিং সিস্টেমের সহিত বিদ্যমান থাকে। কম্পিউটার চালু হলে সেই মুহূর্তে প্রথম ঘড়ির সহিত অপারেটিং সিস্টেমের ঘড়ির সমন্বয় হয়। এই ঘড়িকে বলা হয় ভার্চুয়াল ঘড়ি। আরটিসিতে (রিয়েল টাইম ক্লক) বৎসরের হিসাব ধরা হয় দুই ডিজিটে।উদাহরণস্বরূপ ০২, ০৩, ০৬। আরটিসি-এর হিসাব রাখে ১৮.২ গুণ বৃদ্ধির হারে। এই বৃদ্ধির হার এক সেকেন্ডের সমান। অপারেটিং সিস্টেমের ঘড়ি এই এক সেকেন্ডকে একক ধরে দিন, মাস ও বৎসরের হিসাব রাখে। আর এই ঘড়ি অনুযায়ী কম্পিউটারে সকল এপ্লিকেশন সফট্ওয়্যারে তারিখ ও সময় গণনা করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন