মঙ্গলবার, মে ১০, ২০১১

আসুস ট্যাবলেটে অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেট এনেছে আসুস


অ্যান্ড্রয়েড ৩.০ অপারেটিং সিস্টেমে চালিত ‘ইইই প্যাড ট্রান্সফরমার’ নামের ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে আসুস। ট্যাবলেটটিতে ১০ দশমিক ১ ইঞ্চি স্পর্শকাতর পর্দা এবং স্থানান্তরযোগ্য ক্যামেরা রয়েছে। এ ছাড়া ট্যাবলেটটির সঙ্গে আলাদা কিবোর্ড যুক্ত করার সুবিধাও রয়েছে। ফলে এটি ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। এতে ফ্ল্যাশ সমর্থিত ‘ই-বুক’ পড়ারও সুবিধা রয়েছে। তাইওয়ানে ১৬ গিগাবাইট ইইই প্যাড কিনতে দাম পড়বে ৫০০ মার্কিন ডলার। আর কিবোর্ডসহ ইইই প্যাডের দাম ৬০০ মার্কিন ডলার।

  1. আসুসের নতুন ট্যাবলেট ইইই প্যাড এখন বাজারে
  2. আসুস এনেছে নতুন ই পিসি নেটবুক
  3. এসার এনেছে ডুয়াল স্ক্রিন ল্যাপটপ ‘আইকনিয়া’
  4. আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মেলায় ‘সিইএস, ২০১১’ তে গিগাবাইটের নতুন ট্যাবলেট পিসি
  5. এখন এবং আগামীর আলোচিত ট্যাবলেট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন