আমি টিউটোরিয়াল বিডিতে প্রথমে ফটোশপ বিষয়ক লেখা শুরু করেছিলাম। ক’দিন ধরে আবার অন্য বিষয় নিয়ে লিখছি। ক’দিন আগে মাহবুব ভাই আবার এটা ফটোশপ বিষয়ক লেখা দিলেন আর আমার পুরনো চিন্তা আবার চাড়া দিয়ে উঠলো। তাই এবার ফটোশপ নিয়ে বসলাম একটা নতুন প্রজেক্ট। পোষ্ট লেখায় আমার একটা বদঅভ্যাস হয়ে গেছে। তা যাক, মূল প্রজেক্টে আসি। এটা হবে ফটোশপে ফোল্ডার তৈরি।
১. নিচের সেটিং অনুসারে এটা নতুন ডকুমেন্ট নিন।
২. নতুন একটা লেয়ার নিন এবং নাম দিন Rectangular Marquee Tool এর সাহায্য একটা চতুর্ভুজ আঁকুন এবং যে কোন রং দিয়ে পুরোটা ফিল আপ করুন। {এই রং পরিবর্তন হবে।}
৩. এই বার এটা সিলেক্টেড থাকা অবস্থায় কপি করুন। দেখুন আর একটা লেয়ার তৈরি হয়েছে। এবার এটা Ctrl+T চেপে ছোট সাইজ করে এটা ওপরে নিয়ে যান এবং নিচের মত করে বসান।
৪. এবার Ctrl চেপে ধরে এটার ওপেন কোনা গুলো একটু চাপিয়ে দিন।
৫. Ctrl+E চেপে দুটো লেয়ার একটা করে ফেলুন এবং এটার নাম দিন Body।
৬. এইবার এটারও একটা কপি করুন এবং লেয়ার টার নাম দিন Body2 । তারপর Ctrl+T চেপে একটু নিচের দিকে নামান এবং Ctrl চেপে ধরে ওপরের দিকটা মোটা করে দিন।
৭. এবার Layer>Layer Style> Blending Options যান এবং সেটিং গুলো নিচের মত।
৮. Inner Glow যান এবং সেটিং গুলো নিচের মত।
৯. Gradient Overlay যান এবং রং সেটিং করুন এটা আপনার ইচ্ছা মত রংও দিতে পারবেন কোন সমস্যা নাই।
১০. এইবার Stroke যান এবং সেটিং গুলো নিচের মত।
১১. এবার Body নামের লেয়ার টি সিলেক্ট করে ওপরের লেয়ারটার মত সেটিং করুন। শুধু Blending Options এ সেটিং করবে না।
১২. এবার নতুন একটা লেয়ার নিন নাম দিন File এবং Rectangular Marquee Tool এর সাহায্য একটা চতুর্ভুজ আঁকুন এবং যে কোন রং দিয়ে পুরোটা ফিল আপ করুন।
তারপর তা Ctrl+T ব্যাবহার করে নিচের মত বসিয়ে দিন।
তারপর তা Ctrl+T ব্যাবহার করে নিচের মত বসিয়ে দিন।
১৩. তারপর Layer>Layer Style> Gradient Overlay যান এবং ধূসর থেকে সাদা রং সিলেক্ট করুন।
১৪. এবার Rectangular Marquee Tool সিলেক্ট করুন এবং এর বার এ নিচের মত সেটিং করুণ।
১৫. এটার ওপেন কোনাটার ওপরের কোনার ওপর ড্রাগ করুন তা হলে এটার কোনটা সিলেক্ট হয়ে যাবে। এটা Ctrl+X ব্যাবহার করে কার্ট করুন। তারপর পেস্ট করুন। এবং এটার এটার ওপরে মাউস নিয়ে গিয়ে ডান বাটন এ ক্লিক করে। Rotate 180° তে ক্লিক করুন তাহলে একটা উল্টা দিকে ঘুরে যাবে।
১৬. এটা এইবারে File নামের লেয়ারের সাদা রং এর যে ফাইলটা বানিয়েছিলাম এটার ঠিক কোনার সাথে মিলিয়ে দিন।
১৭. এবার Layer>Layer Style> Gradient Overlay এবং সেটিং টা নিচের মত করুন।
১৮. মোটামুটি সব কাজ শেষ হয়ে গেলে Body2 নামের লেয়ারটা সবার ওপরে দিয়ে শেভ করুন।
হয়ে গেল আপনার ফোল্ডার। আমি যে লেয়ার গুলোর নাম দিয়েছি ওটা না দিলেও হবে মূলত বোঝানোর সুবিধার জন্য নাম গুলো দিয়েছি। একই ভাবে আপনি শুধু Body ও Body 2 এর Gradient Overlay রং বদল করে অনেক রং এর ফোল্ডার তৈরি করতে পারবেন। নিচে কয়েক রকমের ফোল্ডার দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন