শুক্রবার, নভেম্বর ০৫, ২০১০

Internet Tips & Tics



অনাকাংখিত ইমেইলের হাত থেকে কিভাবে মুক্ত
Bottom of Form
অনাকাংখিত ইমেইলের হাত থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে বিষয়ে অনাকাংখিত ইমেইলের হাত থেকে মুক্ত থাকুন শিরোণামে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম৷ এই পদ্ধতির ফলে অনাকাংখিত ইমেইলের উপদ্রব অনেকখানি কমানো সম্ভব হলেও একেবারে বন্ধ করা সম্ভব হয় না৷ কাজেই যদি আপনার ইমেইল ঠিকানাটা দুর্ভাগ্যবশত কোন স্প্যামারের হাতে পড়েই যায় এবং সে যদি আপনাকে নিয়মিতভাবে জালাতেই থাকে, তাহলে আপনার কি করা উচিত্‍? এরকম অবস্থায় শুধু একটা কাজই করা যেতে পারে, তা হল ঠিকানা থেকে যেন কোন ইমেইল আসতে না পারে সে ব্যবস্থা করা৷
অনাকাংখিত ঠিকানা থেকে ইমেইলের আগমন বন্ধ করার দুটো পদ্ধতি আছে৷ প্রথমত, এটা যদি কোন ওয়েবসাইট থেকে প্রেরিত নিউজলেটার জাতীয় ইমেইল হয়, যেটা হয়তো আপনি কখনো সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার ফলে পাঠানো হচ্ছে, তাহলে আপনি পুনরায় সেই ওয়েবসাইটে গিয়ে আপনার সাবস্ক্রিপশন বাতিল করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে৷ কিভাবে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে, তার বর্ণনা সাধারণত এধরনের ইমেইলের একেবারে নিচের দিকে দেওয়া থাকে৷
আর যদি এটা স্প্যাম জাতীয় ইমেইল হয়, যেটাকে আন-সাবস্ক্রাইব করার কোন উপায় নেই, তাহলে আপনি সেই ইমেইল ঠিকানাকে আপনার ইমেইলের স্প্যাম সিকিউরিটি অপশন থেকে ব্লক করে দিতে পারেন৷ এর ফলে ভবিষ্যতে ঠিকানা থেকে আপনার কাছে আর কোন ধরনের ইমেইলই আসতে পারবে না৷ আপনি যদি ইয়াহু মেইল ব্যবহারকারী হন, তাহলে এটা করার জন্য আপনাকে সাইন ইন করে Options বিভাগে প্রবেশ করতে হবে৷ এখানে Spam ক্যাটাগরির অধীনে আপনি Block Adress নামে একটি অপশন দেখতে পাবেন৷ আপনি যে ইমেইল ঠিকানাটিকে ব্লক করতে চান, তা এই Block Adress টেক্সট বক্সে টাইপ করে পাশের Block বাটনে ক্লিক করুন৷ এরফলে ইমেইল ঠিকানাটি আপনার জন্য ব্লক হয়ে যাবে এবং আপনি ঠিকানা থেকে আর কোন ইমেইল পাবেন না৷
বেশিরভাগ বাংলাদেশীই ইমেইল সার্ভিস হিসেবে ইয়াহু ব্যবহার করেন৷ তাই এখানে শুধু ইয়াহু মেইল থেকে ঠিকানা ব্লক করার পদ্ধতিটাই দিলাম৷ অন্যান্য ইমেইল সার্ভিসেও কোন ঠিকানা ব্লক করার পদ্ধতি মোটামুটি একই রকম হওয়ায় সেগুলো আর লিখলাম না৷ আশা করি আপনারাই সেগুলো খুঁজে বের করে নিতে পারবেন৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন