আমি যে পোস্টটা লিখছি তা অনেকরই হয়ত জানা। যারা না জানেন তাদের জন্য আমার এই পোস্টটা।
আমাদের অনেকেরই মোবাইল আছে যাতে VGA ক্যামেরা আছে। কিন্তু সমস্যা হল VGA ক্যামেরায় উঠানো ছবি সাধারনত ভাল হয় না। আপনি যদি চান তাহলে VGA ক্যামেরায় উঠানো ছবি প্রিন্ট করতে পারেন। আর তার জন্য আপনাকে যা করতে হবে তা হল Adobe Light Room আপনার পিসিতে থাকতে হবে।
আগে
পরে
১. প্রথমে Adobe Light Room অপেন করুন।
২. File>Import Photo from Disk আপনার ছবি টি Import করুন।
৩. তারপর ডান পাশের Window তে saved preset পুলডাওন মেনু দেখতে পাবেন default setting সিলেক্টেড আছে ওখান থেকে Creative-cyanotype select করুন। তারপর আবার saved preset পুলডাওন মেনু থেকে Creative-Direct Positive select করুন।
৪. এখন Saved preset পুলডাওন মেনুর নিচে white Balance পুলডাওন মেনু থেকে Auto select করুন।
৫.Tone control window থেকে auto tone Button-এ ক্লিক করুন। Clarity প্রয়োজন মত কমিয়ে নিন। এছাড়াও আরো আন্যান্য parameter আছে তাদের কে কমিয়ে বাড়িয়ে ছবি সুন্দর করতে পারেন।
৬. File>Export গিয়ে location দেখিয়ে দিয়ে Export button-এ ক্লিক করুন।
কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই লিংকে software টির ৩০দিনের trail version পাওয়া যাবে। Sign up করে ডাউনলোড করে নিন। একটু মাথা খাটালেই ৩০দিনের trail version সব সময়ই ব্যবহার করতে পারবেন।
Download:
http://www.adobe.com/downloads/
http://www.adobe.com/downloads/
apnar shate ami khota bolte chai
উত্তরমুছুনAmar Mobil : +8801 835 000708