ইলাস্ট্রেটর ইফেক্টের আপাদমস্তক আলোচনা
লেখক:মাহবুব টিউটো বিভাগ: ইলাস্ট্রেটর তারিখ: 08 10th, 2009 | 12 টি মন্তব্য|
আপনি কি ইলাস্ট্রেটরের ইফেক্ট সম্পর্কে জানেন? ইলাস্ট্রেটরের ইফেক্টের মাধ্যমে খুবই চমৎকার আর নান্দনিক ভেক্টর বানাতে পারেন। এখানে তার বিস্তারিত বর্ণনা করা হলো।
Arrowheads
Pen Tool বা Line Segment Tool এর মাধ্যমে একটি লাইন আকুন Effects > Stylize > Add Arrowheads এ যান এবং একটি স্টাইল নির্বাচন করুন।Appearance
বিভিন্ন এরো পরিবর্তনের জন্য ইফেক্ট খুবই কাজের।Without The Effect?
ইফেক্ট না ব্যবহার করেও এরো বানানো যায় তবে লাইনটি বড় বাছোট করলে এরোটি অসুন্দর হবে।Round Corners
একটি চতুর্ভূজ আকুন Effects > Stylize > Round Corners এ যান এবং radius এর মান দিন।Without The Round Corners Effect?
এটি আমার খুবই প্রিয় একটি টুল । চতুর্ভূজ বড় বা ছোট করলে এটি সমানুপাতে বড় ও ছোট হয়। তা নাহলে সমস্যা সৃষ্টি হতো।
Zig Zag Effect
একটি লাইন আকুন এবং Effects > Distort & Transform > Zig Zag এ যান এবং Size and Ridge এর মান দিন।Wavy Line
একটি সরলরেখা আকুন Zag effect এ যান Smooth Points নির্বাচন করুন,নিচের মতো লাইন পাবেনBadges
একটি বৃত্ত আকুন। Zig Zag effect এপ্লাই করুন।নিচের অপশনগোলো সেট করে এরকম ইফেক্ট পেতে পারেন।
Pucker & Bloat Effect
বৃত্ত আকুন। Effects > Distort & Transform > Pucker & Bloat, এ যান । নিচের মতো মান দিন -55% (Pucker), আপনি একটি ডায়মন্ড আকৃতি পাবেন।আরো দেখুন
একই ভেক্টরে Pucker & Bloat option অপশন 70%, সেট করুন । আপনি একটি ফুলেল ছবি পাবেন।
Transform Effect
নিচেরছবিরমতো আকুনshape and Transform এর সেটিঙে বিভিন্ন মান দিয়ে এরকম ছবি পেতে পারেন।
Roughen Effect
With the Roughen Effect, I can make the trees look more realistic.Scribble Effect
Effects > Stylize > Scribble এ যান এবং ছবি অনুসরন করুনSketchy Icons
একই ভাবে এরকম নান্দনিক ভেক্টর বানাতে পারেন।কাজ শেষে গ্রাফিকটি গ্রাফিক স্টাইলে ঢুকিয়ে রাখুন।
এখন শুধু অবজেক্ট সিলেক্ট করে গ্রাফিকে ক্লিক করলেই কাজ শেষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন