সোমবার, জানুয়ারী ০৩, ২০১১

Illustrator

ইলাষ্ট্রেটরে ফুল তৈরি

আসুন ইলাষ্ট্রেটরে ফুল তৈরি করি। প্রথমে ইলাষ্ট্রেটরে নতুন ফাইল নিয়ে পেন টুলের সাহায্যে নিচের চিত্রের মত করে আকান। ও আপনারা পেন টুল সম্পর্কেই তো বোধহয় জানেন না। (নতুন রা)
আসুন আমরা আগে পেনটুল সম্পর্কে জেনে নেই। পেন টুল হল ইলাষ্ট্রেটরের একটি চমৎকার আর্ট টুল। পেন টুলের সাহায্যে আপনি খুব সহজেই আকা আকি করতে পারেন। এজন্য আপনাকে শুধুমাত্র ক্লিক করতে জানলেই হবে। আমি আগেই বলেছি গ্রাফিক্সের কাজ করেতে হলে আপনার প্রথমত দরকার ধৈর্য আর পরবর্তীতে দরকার ইচ্ছা। আর দক্ষতা? দক্ষতা অটোমেটিক মানে সয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।
ইলাষ্ট্রেটরের পেন টুলের চারটি ভাগ আছে (চিত্রে দেখুন)
প্রথমটি ফ্রিকুয়েন্টলি/স্বাধীনভাবে আর্ট করার জন্য ব্যবহার হয়।
দ্বিতীয়টি প্যাথ যোগ করার জন্য ব্যবহার হয়।
তৃতীয়টি প্যাথ বিয়োগ করার জন্য ব্যবহার হয়।
চতুর্থটি প্যাথ সিলেক্ট করার জন্য ব্যবহার হয়।
তো পেনটুলের পরিচয় তো পেলেন। আসুন এবার একটু কাজ করি।
প্রথমে চিত্রের মত করে পেন টুলের সাহায্যে আকান
তারপর একটি সিলেক্ট করে Radial Gradient দিন। এবং ট্রান্সপারেন্টে Multiply সিলেক্ট করুন।
তারপর Eyedropper Tool এর সাহায্যে প্রথমটির কালার কপি করুন। এবং সবগুলো তে গ্রিডেন্ট দিন।
তারপর একটি শিরা আকান নিচের মত লাইন করে এবং গ্রিডেন্ট Linear Gradient করুন। এবং আগের মত ট্রান্সপারেন্টে মাল্টিপুলি সিলেক্ট করুন
তারপর এটিকে ডুপ্লিকেট করুন
তারপর Ellipse Tool ব্যবহার করে একটি সার্কের/বৃত্ত তৈরি করে Radial Gradient দিন এবং আগের মত ট্রান্সপারেন্টে মাল্টিপুলি সিলেক্ট করুন
তারপর ফুলটিকে ঘিরে গ্রুপ করুন। গ্রুপ করার জন্য এর উপর রাইট ক্লিক করে গ্রুপ এ ক্লিক করতে হবে। তারপর দুই তিনটি ফুল কিবোর্ড থেকে Alt ধরে টেনে ছেড়ে দিন এবং অপাসিটি কমান। তাহলে দেখতে ভাল লাগবে
যেমন ………

সুন্দর একটি টেকচার তৈরী

প্রথমে ইলাষ্ট্রেটরে Rectangle Tool (m) ব্যবহার করে 5 inch by 5 inch মাপের একটি বক্স আঁকান। তারপর এটিকে কপি করুন। তারপর ফন্টে পেষ্ট করুন। এজন্য কিবোর্ডে Ctrl+F চাপুন।
তারপর Effect > Texture > Stained Glass এ যান। এখানে
* Cell Size = 46
* Border Thickness = 15
* Light Intensity = 5
মাপ দিন
তারপর Object > Expand Appearance এ যান। টেক্চার সিলেক্ট থাকা অবস্থায় Live Trace options ক্লিক করুন। তারপর Live Trace Button এবং Tracing Options সিলেক্ট করুন। তারপর Object > Live Trace > Tracing Options এ যান। চিত্রের মত মান বসান
* Mode: Black and White
* Path Fitting: 1px
* Minimum Area: 1px
* Corner Angle: 1
* Ignore White: Check this box
তারপর টেকচার সিলেক্ট করে Object > Path > Simplify. এ যান এখানে Curve Precision to 70% এবং Angle Threshold to 0 তারপর ওকে করুন। তারপর টেক্চারের কালার 70% Cyan করুন।
টেকচার সিলেক্ট করে Object > Path > Offset Path. এ যান Offset Path আসবে। এখানে Offset to -0.03 করে ওকে করুন. তাহলে একটি কনসেন্ড কপি তৈরি হবে। এরপর Object > Ungroup. তারপর কনসেন্ড কপিতে 25% Cyan কালার করুন
তারপর অরজিনাল টেকচারকে কপি করুন এবং ব্যাক সাইড এ পেষ্ট করুন। (Ctrl+⌘b), rotate 90 ডিগ্রী এবং কালার 85% Cyan করুন।
তাহলেই হয়ে যাবে।
আমার ব্লগে পূর্বে প্রকাশিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন