শুক্রবার, নভেম্বর ০৫, ২০১০

Tutorial

others

আপনার ডেস্কটপ আইকনগুলো Fences দিয়ে সুন্দরভাবে সাজান
আপনার ডেস্কটপে যদি অনেক আইকন থাকে তাহলে ওগুলোকে সাজিয়ে রাখার জন্য Fences ছবিতে কালো কালো প্রত্যেকটি জায়াগাগুলোকে ফেন্স বলা হয় আপনি এই সফটওয়ারটি ডাউনলোড ইন্সটল করার পর আপনার কম্পিউটার রিবুট করুন তারপর এটি আপনার ফেন্স (s) তৈরি করার জন্য একটি গাইড দেখাবে, আপনি ইচ্ছে করলে ওটা ফলো করতে পারেন না হলে আপনি নিজেই তৈরি করতে পারেন
একটি ফেন্স তৈরি করতে আপনার মাউসের রাইট বাটনটি চেপে ধরে ডেস্কটপের যে জায়গায় এটি তৈরি করবেন সে জায়গাটুকু ড্র্যাগ করে হাইলাইট করেন, তারপরে এই অপশনটি আসবে, "Create a new fence here" , ক্লিক করুন তারপরে ছবির মত একটি কাল জায়গা হবে, এখন এটির কোনা গুলো লেফট মাউস বাটন দিয়ে টেনে রিসাইজ করতে পারেন, উপরে টাইটেল বারে (গারো কালো জায়াগাগুলো) রাইট ক্লিক করে "Rename fence" থেকে ফেন্সের নামটি বদলাতে পারেন (চিত্রের মত, দেখুনঃ আমি যা করেছি Gadgets, Microsoft Office, Windows Live") অবশেষে আপনার আয়কনগুলো ডেস্কটপে এনে ড্র্যাগ করে ফেন্সগুলোর মধ্যে ড্রপ করুন, এবার দেখুন, কত সুন্দর লাগছে, আপনি ইচ্ছে করলে এই পদ্ধতিতে একের অধিক ফেন্স বানাতে পারেন, ঠিক উপরের ছবির মত সাজিয়ে তুলতে পারেন, যেমনটা আমি করেছি

এটির আরেকটি ফিচার আছে, Auto Hide/Quick Hide : আপনি যদি আপনার ডেস্কটপের একটি খালি জায়গা ডাবল ক্লিক করেন, তাহলে আপনার সব আইকনগুলো চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে ফিরে আসবে, এটি কাজে আসতে পারে যখন আপনি অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করছেন
তবে আপনার এটি ভাল না লাগলে অপশনে গিয়ে বন্ধ করে দিতে পারেন, সহজ ভাবে ওখানে যাওয়ার জন্য একটি ফেন্সের টাইটেল বারে রাইট ক্লিক করে Configure fences সিলেক্ট করুন তারপর একটি মেনু ওপেন হবে, ওখানে একটি অপশন আছে Enable Autohide/Quick hide অথবা Disable Autohide/Quick hide (অথবা অন্য কিছু), ঠিকঠাক মত টিক চিহ্ন উঠান/নামান তারপর হয়ে গেল এখানে আরো অনেক অপশন আছে, যেমন কালার সিলেক্ট করা, transparency ইত্যাদি
এটি একটি ফ্রিওয়্যার, উইন্ডোজ Xp, Vista 7 চলবে, ডাউনলোড করুন http://www.stardock.com/products/fences/ থেকে

Microsoft Office

পাওয়ার পয়েন্ট থেকে যেকোন ফরমেটে করুন
E.M. PowerPoint Video Converter সফটওয়্যারটির মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টের ফাইল থেকে যে কোন ভিডিওতে কনভার্ট করতে পারবেন। মোবাইলের উপযোগী ভিডিও, কম্পিউটারের উপযোগী ভিডিও, ওয়েব সাইটের জন্য ইমেজ এবং অডিও ফাইল হিসেবে ও আপনি এই প্রোগ্রামের মাধ্যমে পাওয়ার পয়েন্টের ফাইল থেকে আউটপুট করতে পারবেন। যেসব ফরম্যাট এটি আউটপুট হিসেবে সাপোর্ট করে তা হল, AVI, MPEG, MPEG2 TS, MP4, WMV, 3GP, GIF, FLV, SWF, H.264/MPEG-4 AVC, H.264/PSP AVC Video, MOV, Youtube FLV ইত্যাদি।
এছাড়া iPod, PSP, Zune, 3GP মোবাইল ফোন(Nokia, Sony Ericsson, Motorola), Apple TV, iPhone, DVD, VCD, SVCD, Audio CD ইত্যাদি ও সরাসরি কনভার্ট করতে পারবেন। ডাউনলোড করুন এই লিংক থেকে।

Virus Problem ?

১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করুন আপনার AVG Antivirus কে
বর্তমানে অনেকেই AVG Antivirus সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। কিন্তু বেশিরভাগই ফ্রি ভার্শন ব্যবহার করেন। এই ফ্রি ভার্শন সর্বোচ্চ ১ বছরের জন্য পাওয়া যায়। কয়েকদিন আগে একটি কম্পিউটার প্রতিষ্ঠান এর হার্ডডিস্ক থেকে একটি সিরিয়াল কী পেলাম, যা দিয়ে আপনি আপনার AVG Virus সফটওয়্যারকে ১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করতে পারেন। যদি AVG Virus সফটওয়্যারটি না থাকে, AVG ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। তারপর সেটাপ এর সময় সিরিয়াল কী এর জায়গায় ডাউনলোড করে কী টি ব্যবহার করুন। এরপর আপডেট করে ব্যবহার করুন। অন্য একটি বিষয় হচ্ছে, লাইভ আপডেট করা (আপডেট) ডেটাগুলোকে আপনি C: -> Documents and Settings -> All Users -> Application Data -> avg8 -> update -> download লোকেশন থেকে কপি করে অন্য কোন কম্পিউটারও আপডেট করতে পারবেন।
ফলে বার বার ডাউনলোড করতে হবে না। তবে হয়তো সেটআপ এর সময় বলতে যে আপনার এই সিরিয়াল কি এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে আপনার পিসির সিস্টেম ক্যালেন্ডার কিছুদিন পিছিয়ে সেটাপ করুন। তবে মনে হয় না এই ধরনের সমস্যা করবে।
ডাউনলোড কী

Internet Tips & Tics



অনাকাংখিত ইমেইলের হাত থেকে কিভাবে মুক্ত
Bottom of Form
অনাকাংখিত ইমেইলের হাত থেকে কিভাবে মুক্ত থাকা যায় সে বিষয়ে অনাকাংখিত ইমেইলের হাত থেকে মুক্ত থাকুন শিরোণামে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম৷ এই পদ্ধতির ফলে অনাকাংখিত ইমেইলের উপদ্রব অনেকখানি কমানো সম্ভব হলেও একেবারে বন্ধ করা সম্ভব হয় না৷ কাজেই যদি আপনার ইমেইল ঠিকানাটা দুর্ভাগ্যবশত কোন স্প্যামারের হাতে পড়েই যায় এবং সে যদি আপনাকে নিয়মিতভাবে জালাতেই থাকে, তাহলে আপনার কি করা উচিত্‍? এরকম অবস্থায় শুধু একটা কাজই করা যেতে পারে, তা হল ঠিকানা থেকে যেন কোন ইমেইল আসতে না পারে সে ব্যবস্থা করা৷
অনাকাংখিত ঠিকানা থেকে ইমেইলের আগমন বন্ধ করার দুটো পদ্ধতি আছে৷ প্রথমত, এটা যদি কোন ওয়েবসাইট থেকে প্রেরিত নিউজলেটার জাতীয় ইমেইল হয়, যেটা হয়তো আপনি কখনো সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার ফলে পাঠানো হচ্ছে, তাহলে আপনি পুনরায় সেই ওয়েবসাইটে গিয়ে আপনার সাবস্ক্রিপশন বাতিল করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে৷ কিভাবে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে, তার বর্ণনা সাধারণত এধরনের ইমেইলের একেবারে নিচের দিকে দেওয়া থাকে৷
আর যদি এটা স্প্যাম জাতীয় ইমেইল হয়, যেটাকে আন-সাবস্ক্রাইব করার কোন উপায় নেই, তাহলে আপনি সেই ইমেইল ঠিকানাকে আপনার ইমেইলের স্প্যাম সিকিউরিটি অপশন থেকে ব্লক করে দিতে পারেন৷ এর ফলে ভবিষ্যতে ঠিকানা থেকে আপনার কাছে আর কোন ধরনের ইমেইলই আসতে পারবে না৷ আপনি যদি ইয়াহু মেইল ব্যবহারকারী হন, তাহলে এটা করার জন্য আপনাকে সাইন ইন করে Options বিভাগে প্রবেশ করতে হবে৷ এখানে Spam ক্যাটাগরির অধীনে আপনি Block Adress নামে একটি অপশন দেখতে পাবেন৷ আপনি যে ইমেইল ঠিকানাটিকে ব্লক করতে চান, তা এই Block Adress টেক্সট বক্সে টাইপ করে পাশের Block বাটনে ক্লিক করুন৷ এরফলে ইমেইল ঠিকানাটি আপনার জন্য ব্লক হয়ে যাবে এবং আপনি ঠিকানা থেকে আর কোন ইমেইল পাবেন না৷
বেশিরভাগ বাংলাদেশীই ইমেইল সার্ভিস হিসেবে ইয়াহু ব্যবহার করেন৷ তাই এখানে শুধু ইয়াহু মেইল থেকে ঠিকানা ব্লক করার পদ্ধতিটাই দিলাম৷ অন্যান্য ইমেইল সার্ভিসেও কোন ঠিকানা ব্লক করার পদ্ধতি মোটামুটি একই রকম হওয়ায় সেগুলো আর লিখলাম না৷ আশা করি আপনারাই সেগুলো খুঁজে বের করে নিতে পারবেন৷