সোমবার, জানুয়ারী ০৩, ২০১১

Photoshop Making MP3

বডি ডিজাইন:

১. নিচের মত ডকুমেন্ট্রি নিয়ে একটা নতুন লেয়ার নিন।
২. এবার নতুন একটা লেয়ার নিচের মত চতুর্ভুজ আঁকুন।
৩. এবার Layer>Layer Style>Drop Shadow যান এবং সেটিং গুলো নিচের মত করে করুন।
৪. এবার Inner Glow যান এবং সেটিং নিচের মত।
৫. Gradient Overlay এবং সেটিং নিচের মত করে করুন।

স্কিন ডিজাইন:

৬. বডিটার ওপর আর একটা স্কিন অর্থাৎ চতুর্ভুজ আঁকুন। (কালো রং এর)
৭. এবার এই স্কিন বডির অর্ধেকের বেশী অংশ যে কোন রং দিয়ে ভরাট করুন।
৮. Layer>Layer Style>Blending Options…__ এ যান এবং সেটিং নিচের মত করে করুন।
৯. Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।
১০. এইবার ঐ স্কিনটার চেয়ে ছোট একটা চতুর্ভুজ আঁকুন। (স্কিন সট লক্ষ্য করুন)
১১. এবার Layer>Layer Style>Outer Glow যান এবং সেটিং নিচের মত করে করুন।
১২. এবার Color Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।
১৩. এবার এটার অর্ধেক অংশ যে কোন রং দিয়ে ভরার করুন।
১৪. Layer>Layer Style>Blending Options…__ এ যান এবং সেটিং নিচের মত করে করুন।
১৫. এবার Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।

বাটন ডিজাইন:

১৬. এবার স্কিনিনের নিচে সাদা রং দিয়ে একটা বিত্ত আঁকুন। (নিচের স্কিনসট লক্ষ্য করুন)
১৭. Layer>Layer Style>Inner Shadow যান এবং সেটিং নিচের মত করে করুন।
১৮. Inner Glow যান এবং সেটিং টুকু নিচের মত করুর।
১৯. এইবার ঐ বাটনটার মধ্যে আরও একটা ছোট বাটন তৈরি করুন। (যেকোনো রং ব্যাবহার করতে পারেন এবং নিচের চিত্র অনুসরণ করুন)
২০ এবার Layer>Layer Style>Drop Shadow যান এবং সেটিং নিচের মত করে করুন।
২১. Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।
২১. এবার গুলোর মধ্যে Menu, Play, Plays লেখা কিংবা আইকোন যুক্ত করুন।

হেডফোন ডিজাইন:

২২. হেড ফোন ডিজাইন এর জন্য আর একটা নতুন ডকুমেন্ট্রি নিন। তারপর একটা বিত্ত আঁকুন।
২৩. তারপর Edit>Transform>Wrap এ যান এবং নিচের মত করার চেষ্টা করুন।
২৪. Layer>Layer Style>Inner Shadow যান এবং নিচের সেটিং গুলো অনুসরণ করুন।
২৫. এবার Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।
২৬. এটার মথার দিকে একটা বৃত্ত আঁকুন নিচের চিত্র অনুসরণ করুন। {রং অবশ্যই সাদা}
২৭. Layer>Layer Style>Inner Shadow যান এবং নিচের সেটিং গুলো অনুসরণ করুন।
২৮. এবার এটার ওপর একটা ছোট বিত্ত আঁকুন নিচের চিত্র অনুসরণ করুন।
২৯. এবার Layer>Layer Style>Inner Shadow যান এবং সেটিং নিচের মত করে।
৩০. Stroke এ যান এবং সেটিং নিচের মত করে করুন।
৩১. এটার ওপর ব্রাশ টুল কিংবা পেন টুল ব্যাবহার করে দাগ দিতে পারেন। হলে এটার আরও নিখুঁত দেখাবে।
৩২. এবার এই পুরো গ্রুপ মূল প্রজেক্টে ড্রাগ করুন।
৩৩. এবার এটা নিজের ইচ্ছা মত জায়গায় বসিয়ে নিন।
৩৪. এবার এখানে একটা কেবল যুক্ত করে দিন এবং কেবল এর লেয়ারটা হেডফোন এর নিচে নামিয়ে দিন।
৩৫. এইবার Layer>Layer Style>Inner Shadow এ যান এবং সেটিং নিচের মত।
৩৬. এবার Gradient Overlay যান এবং সেটিং নিচের মত করে করুন।
ব্যাস আমারদের কাজ শেষ। এবার নিজের মত করে একটু কাস্টমাইজড করে নিন। কিংবা আমার তৈরি PSD (864×864px) ফাইলটা এখন থেকে নামিয়ে নিন।
এখানে আমি প্রতিটা স্টেপে চিত্র দিয়েছি। তবুও যদি বুঝতে কোন সমস্যা হয় আমাকে মন্তব্য করে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন