সোমবার, জানুয়ারী ০৩, ২০১১

Photoshop Making EYE Colour change

ফটোশপ দিয়ে বদলে দিন চোখের রং



জয়িতার মন খারাপ। ঐশ্বরিয়ার মত তার চোখ নীল নীল নয় । মাঝে মাঝে ভাবে চোখে লেন্স পড়বে। কিন্তু রাহাতে জন্য তা আর করা হয়ে ওঠেনা। কালো চোখই তার বেশি প্রিয়। তাই রাহাতের প্রতি একটা ছোট্ট ক্ষোভ জয়িতার রয়েই গেছে। সেদিন জন্মদিনের পার্টিতে ঠিক ঐশ্বরিয়ার মত করে সাজলো । চোখে লেন্সও পড়লো। কিন্তু  যেই রাহাতের মুখোমুখি দাঁড়ালো অমনি রাহাতের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল। আর জয়িতাও মন খারাপ করে লেন্সটা খুলে ফেললো। কদিন পর হঠাৎ নিজের ডেস্কের উপর একটা এ্যালবাম দেখতে পায় জয়িতা। আরে এতো তার জন্মদিনে তোলা ছবিগুলো। কি সুন্দর লাগছে ওকে । একেবারে তার মনের মত। কিন্তু তার চোখগুলো নীল হলো কি করে। একরাশ বিস্ময় নিয়ে  জয়িতা ঘুরে দাড়াঁয় । অবাক হয়ে দ্যাখে রাহাত হাসছে। আর তখনই জয়িতার মনে পড়ে যায় এটা ফটোশপের কারসাজি।
রাহাতের মত আপনিও চাইলেই আপনার অথবা আপনার প্রিয়জনের ছবির চোখের রং পাল্টে দিতে পারেন।কেমন করে করবেন সেটা জানাতেই আমাদের আজকের এই টিউটোরিয়াল।তো হয়ে যাক. . .
আসল ইমেজ
ছবি
পরিবর্তিত ইমেজ
ছবি
স্টেপ ১.
প্রথমে একটি ইমেজ ওপেন করুন।আমি এখানে নিচের এই .jpg ইমেজটি নিয়েছি।
ছবি
স্টেপ ২.
এবার Elliptical marquee নামের সিলেকশন টুল ব্যবহার করে চোখের মাঝখান টা সিলেক্ট করুন। আপনি চাইলে Lasso tool অথবা Pen tool দিয়েও কাজটি করতে পারেন। এবার সিলেকশনে ফেদার যোগ করুন। এজন্য নিচের কমান্ডটি প্রয়োগ করুন:
Select-Feather (3-5 pixel) এবং OK করুন।

ছবি
স্টেপ ৩.
ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপরে আর একটি লেয়ার তৈরী করুন এবং এর নাম দিন Layer- 1। এখন Layer-1 সিলেক্ট থাকা অবস্থায় গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করুন ;এজন্য Select-Radial Gradient (Black and White), Mode-Normal, Opacity100%,Transparency-Allowed করুন এবং চোখের মনির মাঝখান থেকে বাইরে পযর্ন্ত ড্রাগ করুন। লক্ষ্য রাখবেন ফোরগ্রাউন্ড কালার কালো এবং ব্যাকপ্রাউন্ড কালার যেন সাদা থাকে। না থাকলে কিবোর্ডে D চেপে কালার সেটিংস করে নিন।
ছবি
স্টেপ ৪.

Ctrl+D চেপে ডিসিলেক্ট করে নিন এবং Different clouds filter প্রয়োগ করুন।এজন্যFilter-Render-Different clouds কমান্ডটি প্রয়োগ করুন ।
ছবি

স্টেপ ৫.
এবার Ctrl+I চেপে লেয়ারটিকে কনভার্ট করে নিন।
ছবি
স্টেপ ৬.

Layer-1 নামের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এর Hue/Saturation বদলে দিন।এজন্য নিচের কমান্ডটি প্রয়োগ করুন-
Image > Adjustments > Hue/Saturation
Hue: +(190-205অথবা পছন্দমত)
Saturation: 100
Lightness: 0 এবং colorize Box এ টিক দিন।
ছবি

ফলে ইমেজটি দেখতে নিচের ছবিটির মত হবে।
ছবি


স্টেপ ৭.

এবার লেয়ারটির উপর রাইট মাউস ক্লিক করে এর ব্লেন্ডিং মোড color dodge করে দিন। অথবা আপনি লেয়ার মেন্যুর ব্লেন্ডিং অপশন এ গিয়েও মোড বদলে দিতে পারেন। Opacity-89 এবং Fill Opacity-74 করুন। আপনি চাইলে আপনার পছন্দমত সেটিংস দিতে পারেন, যেমনটা আপনি চাইবেন।

ছবি
স্টেপ ৮:
Ctrl+E চেপে মার্জ ডাউন করুন এবং চূড়ান্ত ফলাফল দেখুন।
ছবি

আমাদের প্রযুক্তিতে র্পূব প্রকাশিত http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=57&t=1941

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন