বড় একটি অবস্থানের ছবি এবং কয়েকটি অংশেভাগ করে তোলা এবং ফটোশপে তা একত্রিত করন।
প্রথম ধাপ:
আমরা একটি অবস্থানের কয়েকটি ছবি তোলব এবং ফটোশপের মাধ্যমে সেগুলো একত্রিত করবো ।এ ক্ষেত্রে আমরা ফটোশপের মার্জ টুল বা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারিসংয়ংক্রিয় পদ্ধতিতে অনেক সময় ১০০% সঠিক ফলাফল দেয় না তাই এখানে উভয় পদ্ধতি -ই ব্যবহার করা হবে।
প্রথমে ছবি তোলতে হবে । তবে Panoramic ছবি তোলা অন্যসব ছবি তোলার মতো নয় । সুন্দর একটি জায়গা নির্বাচন করতে হবে প্রথম।
দ্বিতীয় ধাপ:
ক্যামেরা সেটকরা ক্যামেরাটি সোজা ভাবে বসাতে হবে যাতে ছবি গুলো বাঁকা না আসে। বাঁকা ছবি একসাথে মিলাতে গেলে অনেক অংশই বাদ পরে যায় ।চতুর্থধাপ:
ফাইল সমুহ:ছবির ফাইল গুলো সাজিয়ে নিন কোন অংশের সাথে কোন অংশ মিলবে।তা বুঝে নিন।পঞ্চম ধাপ:
সয়ংক্রিয় ফটোমার্জ ফটোশপ খুলুন:১।File.>Automate>Photo Marge. এ ক্লিক করুন ।
২।একটি নতুন উইনডো আসবে ।
৩।সেখানে ফাইলগুলো ইন্সার্টকরে একের পরে এর সাজিয়ে নিন।
ষষ্ঠ ধাপ:ফলাফল দেখুন:এবার দেখুন আপনার মার্জকৃত ছবিটি।
সপ্তম ধাপ:সামান্য ঘুরানো দরকার হলে ঘুরিয়ে নিন।
অষ্টম ধাপ:
ক্লোন করে কিছু কিছু খালি স্থান পূর্ন করে নিন।সবশেষে:
এবার সবগুরোটুকরা ছবি এবং ফলাফলের ছবি,ফটোশপের ফাইলগুলো সহ একটি ফোল্ডারে সংগ্রহ করে রাখুন। এভাবে আপনার ক্যামেরায় রেজুলেশন কম হলেও বিশাল আকার ছবি কাছে থেকে তুলতে পারবেন।দ্বিতীয় অংশ:
ক্যামেরার ল্যান্সের ত্রুটি সংশোধন করা ।ধাপ-১:ছবি নেয়া:
ছবিটি নেয়ার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবল ক্লিক করে এটিকে Editable করতে হবে । এই লেয়ারটির একটি নাম যেমন Building দেই।ধাপ:২ ত্রুটি সংশোধক ফিল্টার
এবার Filter>Distort>Lens Correction- যাই। উইনডোতে একটি গ্রিড লাইন ও ডান পাশে নিচের মতো অপশন আসবে ।ধাপ৩। Edge pixed.পরিবর্তন না করেত্রুটি সংশোধন।
Horizontal এবং Perspective এরমান পরিবর্তন করে খুব সহজেই এ কাজটি করা যায়।আমরা Vertical perspective এরমান o থেকে -5o পর্যন্ত যে কোন নেব। ছবির উপর নির্ভর করে মানটি আসলে কত নেব।
ধাপ৪:ক্রপ:
ক্রেপটুল দিয়ে ছবিটির নির্দিষ্ট অংশ কেটে নেই ।উপসংহার :
এ কাজটা আসলে খুবিই সহজ কাজ । যে কোন ছবির লম্বিক ত্রুটি সংশোধনের জন্য এই পদ্ধতি অনুসরনকরতে পারেন।লেখাটি এখান থেকে বাংলায় অনুবাদকৃত:
http://psd.tutsplus.com/tutorials/photo-effects-tutorials/three-short-tutorials-for-photographers-and-photography-lovers/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন